কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়া পালং ইউপির কেঁচুয়াবনিয়া এলাকায় পল্লী বিদ্যুতের ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক হয়েছে দুই চোর।
আটককৃতরা হলেন একই এলাকার তারেক (২৫) ও শফিক (৩০) এই দুই চোর যোগসাজশে গত রাত ২টার দিকে এলাকাবাসীরা ঘুমিয়ে পড়লে পূর্বপরিকল্পিতভাবে ট্রান্সফর্মার চুরি করতে যায়। কিন্তু এলাকার এক ব্যাক্তির চোখে পড়তে সুর-চিৎকারে এলাকাবাসীরা ঘটনাস্থলে এসে এই দুই চোরকে ধরতে সক্ষম হয়।
পরে এ বিষয়ে এলাকাবাসীরা উখিয়া পল্লী বিদুৎ জোনাল অফিসের ডিজিএমকে অবহিত করলে, এজিএম শ্যামল মল্লীক সহ এনফোর্সমেন্ট কো-অডিটরের মোহাম্মদ কাওসার হোসেন এর মাধ্যমে রামু থানা পুলিশের সহযোগীতায় রামু উপজেলা নির্বাহী অফিসারের কাছে নিয়ে তাৎক্ষনিক মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ধৃত চোরদের ১মাসে কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করে।
এমন তথ্য নিশ্চিত করেছেন উখিয়া পল্লী বিদুৎ জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ ইব্রাহীম।
Leave a Reply