Advertisement

কুতুবদিয়ায় ঝাউগাছ রক্ষার দাবীতে বাপা’র অবস্থান কর্মসূচী

কক্সবাজারের কুতুবদিয়ায় ঝাউগাছ রক্ষার দাবীতে অবস্থান কর্মসূচী পালন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুতুবদিয়া উপজেলা।

মঙ্গলবার (২৮ জুন) বিকালে কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ সমুদ্র সৈকতে দক্ষিণ অংশের ঝাউগাছ রক্ষার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেন বাপা কুতুবদিয়া

এতে, উপস্থিত ছিলেন, বাপা কুতুবদিয়া সভাপতি এম, শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল কাসেম, সহ-সভাপতি মাস্টার আমিনুল হক, কাযর্কারী কমিটির সিনিয়র সদস্য সাংবাদিক শাহেদুল মনির,বিশিষ্ট সমাজ সেবক নুর-খান, সদস্য আজিজুুর রহমান, আব্দুল মালেক, আব্দুল কাদের, মো, নুরুল ইসলাম প্রমুখ।

এসময়, কুতুবদিয়া বাপা’র সভাপতি এম, শহীদুল ইসলাম বলেন, বনবিভাগ ও প্রশাসনের যথাযথ রক্ষণাবেক্ষণ এবং নজরদারী না থাকায় একদিকে বিলীন হচ্ছে ঝাউগাছ অন্যদিকে গোঁড়ালি থেকে বালি সরিয়ে সেগুলো কেটে নিয়ে যাচ্ছে স্থানীয় লােকজন ফলে, হুমকির মুখে রয়েছে আশপাশের এলাকা। ঝাউগাছ ধ্বংশের এই অপতৎপরতা রোধ করা না হলে দ্বীপের জনগণ দুর্যোগ সহ মারাত্মক ঝুকিতে পড়বে। তাই এসব স্থানে জরুরী ভিত্তিতে জিও ব্যাগ দিয়ে বাঁধ না দিলে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে জানান তিনি। বাপা সভাপতি, দ্রুত নতুন করে ঝাউগাছ রোপনের মাধ্যমে উপকূল জুড়ে সবুজ বেষ্টনী গড়ে তোলার জোর দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *