Advertisement

পালংখালী প্রস্তাবিত কলেজ ভবন যেন গরুর খামার

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের প্রস্তাবিত কলেজটি উদ্বোধনের আগেই কতিপয় প্রভাবশালীরা দখল করে গোয়াল ঘর তথা কোরবানি গরুর খামারে পরিনত করেছে৷ এনিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

জানা গেছে, কক্সবাজার-টেকনাফ সড়কের বালুখালী ও থাইংখালী মাধ্যবত্তি ময়নারঘোনা ঢালার মুখে অর্থাৎ থাইংখালী স্টেশনের অদূরে প্রস্তাবিত পালংখালী কলেজের নব-নির্মিত ভবনের ভিতরে গরু খামার স্থাপন করেছে কতিপয় প্রভাবশালী লোকজন।

স্থানীয় গণমাধ্যমকর্মী নুরুল বাশার বলেন, খবর পেয়ে বৃহস্পতিবার উক্ত প্রস্তাবিত কলেজ ঘরের ভিতরে গিয়ে দেখা যায় ২০/২৫ টি গরু বাধা অবস্থা রয়েছে। পালংখালী ইউনিয়নের কতিপয় একটি প্রভাবশালী মহল এই ধরনের কাজটি করেছে বলে সে জানান।

এ বিষয়ে পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, অনেক কষ্টের মাধ্যমে সরকারি অর্থে কলেজের জন্য ভবনটি নির্মাণ করেছি। এখনো উদ্বোধন হয়নি, কিন্তু একটি শিক্ষা প্রতিষ্টান বিরোধী মহল কলেজের ভবনের ৪টি দরজার তালা ভেঙ্গে সেখানে গরু ঢুকিয়ে রেখেছে। আমি প্রশাসনের প্রতি অনুরোধ করছি এর সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *