লায়ন মোঃ জিয়াউর রহমানকে প্রেসিডেন্ট, ও লায়ন আকিব মোহাম্মদ আসিফুল আলমকে সেক্রেটারি করে ২০২২-২৩ সেবা বর্ষের নতুন কমিটি ঘোষণা করেছে লায়ন্স ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট।
নগরীর চিটাগাং ক্লাব এ ডিস্ট্রিক চেয়ারপার্সন ও চার্টার প্রেসিডেন্ট লায়ন মোঃ আশিকুল আলম আশিক’র সভাপতিত্বে ও লায়ন সাজ্জাদ হোসেনের সঞ্চায়নায় অনুষ্ঠিত মাসিক বোর্ড মিটিং এ উক্ত কমিটি ঘোষণা করা হয়।
সদ্য ঘোষিত ৩০ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটিতে অন্যান্যরা হলেন ভাইস প্রেসিডেন্ট লায়ন মো: ইমদাদুল ইসলাম চৌধুরী, লায়ন খাজা মোঃ শহীদুল করিম, লায়ন সাদেকুর রহমান, লায়ন মহিউদ্দীন চৌধুরী, লায়ন কে এম মঈনুদ্দীন জুয়েল,
ক্লাব ডিরেক্টর লায়ন মনির হোসেন পাটোয়ারী, লায়ন মোঃ মনসুর আলম মুছা, লায়ন মো: সেলিম উদ্দীন, লায়ন মো: সোলায়মান, লায়ন মো: আব্দুল খালেক, লায়ন ডা: রাফিজ মুনতাসির, লায়ন মো: সালামত উল্লাহ, লায়ন মো: ইকবাল হোসেন, জয়েন্ট সেক্রেটারি লায়ন সাজ্জাদ হোসেন, লায়ন আব্দুল্লাহ আল জুবায়ের, লায়ন আহম্মেদ নুর, লায়ন রাশেদ উদ্দীন, ট্রেজারার লায়ন মোঃ শফিকুল ইসলাম, লায়ন ইসরাত জাহান, লায়ন সোহরাব হোসেন, লায়ন ফোরকান উদ্দীন, লায়ন মাহমুদুল হাসান জোনায়েদ, লায়ন মো: ইমরান, প্রেসিডেন্ট এডভাজর লায়ন মো: শাহজাহান, লায়ন শাহিনুর মাহমুদ রিফাত, টেইল টুস্টার লায়ন রুহুল আমিন সাবিক, টেমার লায়ন সায়েদ ফয়সাল বিল্লাহ, ক্লাব মেম্বারশীপ চেয়ারপার্সন লায়ন সোলাইমান কবির, ক্লাব এলসিএফ কো-অডিনেটর লায়ন কামরুজ্জামান, ক্লাব সার্ভিস চেয়ারপার্সন লায়ন উম্মে কাউসার এ্যাপী, ক্লাব মার্কেটিং চেয়ারপার্সন লায়ন মোঃ তৌফিকুর রহমান, এক্সিকিউটিভ মেম্বার লায়ন মো: আরিফ সহ প্রমুখ।
উক্ত সভায় চার্টার প্রেসিডেন্ট লায়ন মো: আশিকুল আলম বলেন, ২০২২-২০২৩ সেবাবর্ষের (৩১৫-বি৪) এর লায়ন্স জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দীন আহমদ সিদ্দিকী পিএমজেএফ যে ডাক দিয়েছেন “অন্তহীন ভালোবাসায় সেবা” এই কলকে বাস্তবায়ন করতে নতুন কমিটি সামনের দিনগুলোতে লায়ন্সের সেবাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিবে এবং মানবতার কল্যাণে কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদী।
Leave a Reply