টেকনাফ উপজেলা হোয়াইক্যং ইউনিয়নের ১নং ওয়ার্ডের মনিরঘোনা গ্রামের মাদ্রাসার ও হেফজখানার শিশু ছাত্রকে বিকৃত যৌন নির্যাতনের (বলাৎকারের) অভিযোগে গুরা মিয়ার পুত্র শহিদুল্লাহ (১৮), লাল মিয়ার পুত্র সাইফুল ইসলাম (১৭) ও নুর আহাম্মদের পুত্র তারেক মিয়া(১৯) তিনজনে মদ্যপান করে ভিকটিমকে পাহাড়ের ঢালায় নিয়ে মুখ বেধে ছদ্ধ নাম আমিন(৯) কে বিকৃত যৌন নির্যাতন করে।
উক্ত ঘটনার স্থানীয়রা শহিদুল্লাহ ও সাইফুল ইসলামকে আটক করে থানায় সোপর্দ করে।
শনিবার(১৬ জুলাই) সন্ধা ৬ ঘটিকার সময় মাদ্রাসার থেকে ফেরার পথে পাখি দেওয়ার প্রলোভন দেখিয়ে ছেলে পাহাড়ের ভিতর নিয়ে যায়।ছেলেটি মাদ্রসা থেকে ফিরতে দেরি হলে বাবা মা খোজতে গেলে রক্তাক্ত অবস্থায় পাহাড়ের ঢালায় তিন যুবক সহ দেখতে পায়।
শহিদুল্লাহ(১৮) ও সাইফুল (১৭)কে আটক করতে সক্ষম হলে ও তারেক নামে ছেলেটি পালিয়ে যায়।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই যায়েদ হাসান জানান, হোয়াইক্যং ইউনিয়নের ১নং ওয়ার্ডের মনিরঘোনা মাদ্রাসা ও হেফজখানা শিশু শিক্ষার্থীকে ধরে বলাৎকারের অভিযোগে আটক করা হয়েছে।
Leave a Reply