Advertisement

পাহাড়ি ঢলে বিলিন হচ্ছে থিমছড়ির শত বছরের পবিত্র কবরস্থান

উখিয়া উপজেলার রত্না পালং ইউনিয়নের ০২নং ওয়ার্ডের ভালুকিয়া পালং থিমছড়ি গ্রামের বৃটিশ আমল থেকে হাজার হাজার মানুষের মৃত্যুর পর দাফন করার একমাত্র ঠিকানা থিমছড়ি কবরস্থান।

এই পবিত্র কবরস্থানটি রত্না পালং ইউনিয়ন ও হলদিয়া পালং ইউনিয়নের সীমানা নির্ধারণ করা একটি খালের সাথে লাগােয়া ঐতিহ্যবাহী থিমছড়ির এই কবরস্থান।

পালং কম্পিউটার ট্রেনিং সেন্টার

কিন্তু বিগত এক দশক ধরে পাহাড়ী ঢলের পানিতে কবরস্থানটি একটু একটু করে এখন প্রায় এক তৃতীয়াংশ পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে। সরজমিনে গিয়ে দেখা যায়, খালটি পানির ঢলে দিন দিন বড় হচ্ছে যার কারণে কবরস্থানটি পাহাড়ী ঢলের কাছে হারিয়ে যেতে বসেছে।

এলাকার প্রবীন মুরুব্বিদের সাথে আলাপ করে জানা যায়, এই কবরস্থানের বয়স ১০০বছরের চেয়ে বেশি হবে বর্তমানে এই ঐতিহ্যবাহী কবরস্থানটি রক্ষা করা দরকার বলে মনে করেন সর্বস্তরের মানুষ।

এবং আরো বলেন খালের পাশে কবরস্থান লাগোয়া একটা গাইট ওয়াল দেওয়া যায় তাহলে নদী ভাংঙ্গন থেকে রক্ষা পাবে এবং আমাদের ঐতিহ্যবাহী কবরস্থানটি হারাতে হবে না। এলাকার সচেতন মহল দাবী করেন উখিয়া উপজেলার ইউএনও ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ একটু পরিদর্শন করে যদি একটা (গাইট ওয়ালের) ব্যবস্হা করে দেয় তাহলে আমাদের বাপ দাদা সহ পরবর্তী প্রজন্মের ঠিকানাটা রক্ষা পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *