Advertisement

চকরিয়া উপজেলা প্রেসক্লাবের কার্যালয় উদ্বোধন ও কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রেসক্লাবের কার্যালয় শুভ উদ্বোধন ও কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯ টায় প্রধান সড়ক চিরিঙ্গা চকরিয়া পৌরসভায় শাহ আমানত শপিং কমপ্লেক্সের ৩য় তলায় কক্সবাজার জেলা প্রেসক্লাব কর্তৃক অনুমোদনপ্রাপ্ত চকরিয়া উপজেলা প্রেসক্লাবের কার্যালয় ফিটা কেটে শুভ উদ্ধোধন করেন, কক্সবাজার-১ আসনেরর এমপি (চকরিয়া-পেকুয়া) আলহাজ্ব জাফর আলম। সকাল ১০ টায় চকরিয়া এরিস্টোডাইন রেস্টুরেন্টর ব্যাংকুয়েট হলে কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান শুরু হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান, সহকারী কমিশনার ভূমি রাহাত উজ জামান, চকরিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকণ্ঠের চকরিয়া উপজেলা প্রতিনিধি ইবনে আমিনের সভাপতিত্বে অনুষ্টিত সভায় সংসদ সদস্য জাফর আলম বলেন, ভাল সাংবাদিক হতে গেলে, জাতিসত্বার সঙ্গে চেতনার মিল থাকতে হবে। মনে রাখতে হবে, শুধু সংবাদ সংগ্রহ করাই সাংবাদিকের কাজ নয়। যদি সাহসী না হন, যদি আপনাদের মধ্যে চেতনা না থাকে, সংবাদে বস্তুনিষ্টতা না থাকে তাহলে মুল লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। ভাল সাংবাদিকতা করুন, সব সময় আমার সহযোগিতা থাকবে বলে কক্সবাজার-১ আসন (চকরিয়া-পেকুয়া) সাংসদ জাফর আলম চকরিয়া প্রেসক্লাবে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে এ কথা বলেন।

চকরিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছোটন কান্তি নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্ধোধক হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী, প্রধান বক্তার বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার এইচএম এরশাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফরিদুল আলম শাহীন, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন,কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পূণ্য বর্ধন বড়ুয়া,চকরিয়া থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত জোয়েল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলার বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব কমর উদ্দিন আহমদ, বাংলাদেশ আওয়ামী লীগ মাতামুহুরি সাংগঠনিক থানার সভাপতি সিরাজুল চৌধুরী বাবলা, পূর্ব বড় ভেওলা ইউপি চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না, চকরিয়া পৌর আওয়ামী লীগের সাবেক প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, লামা প্রেসক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, সাধারন সম্পাদক মো: কামরুজ্জমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *