বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জালিয়া পালং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন পরিষদের উদ্যোগে নানান কর্মসূচি পালন করা হয়েছে।
সকাল ৯টা থেকে জালিয়াপালং ইউনিয়ন পরিষদের হল রুমে মহান শহীদদের স্মরণে পবিত্র খতমে কোরআন, মিলাদ, ও দোয়া মাহফলের আয়োজন ও ৬শ গরিব অসহায় হত-দরিদ্রদের বিরনী বিতরণ করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন খায়রুল আমিন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালিয়া পালং ইউনিয়ন এর সাবেক সফল সভাপতি ও জালিয়া পালং ইউনিয়ন পরিষদ এর বর্তমান চেয়ারম্যান এস,এম ছৈয়দ আলম,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট খাইরুল আমিন সদস্য উখিয়া উপজেলা আওয়ামী লীগ, রশিদ আহমদ সদস্য উখিয়া উপজেলা আওয়ামী লীগ, ও জমির আহমদ সদস্য উখিয়া উপজেলা আওয়ামী লীগ এছাড়াও উপস্থিত ছিলেন জালিয়া পালং ইউনিয়ন পরিষদ এর সকল মেম্বার, মহিলা মেম্বার এবং সাংবাদ কর্মী ও সকল উদ্দোক্তাসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
পরিশেষে সোনার পাড়া দাখিল মাদ্রাসার সুপারেন্টেন্ড মাওলানা হাফেজ নুরুল হক আরমান এর মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply