Advertisement

কক্সবাজার সদরের খুরুশকুলে এক জেলেকে পিঠিয়ে হত্যা

খুরুশকুলে কথাকাটাকাটির জের ধরে আব্দুল গফুর নামে এক জেলেকে পিঠিয়ে মারার অভিয়োগ একই এলাকার নুর মুহাম্মদের বিরুদ্ধে।

বুধবার সকালে খুরুশকুল ইউনিয়নের ২ নং ওয়ার্ড নতুন ঘোনার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের স্ত্রী তরিকা বেগমের দাবি, সাগরে মাছ ধরার উদ্দেশ্য যাওয়ার পথেই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাঁর স্বামী গফুরকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

নিহতের পরিবার জানায় তারা ৩নং ওয়ার্ড পেচার ঘোনা এলাকার বাসিন্দা তবে তারা ২ নং ওয়ার্ড নতুন ঘোনার পাড়া এলকায় ভিটা নিয়ে বসবাস করতেছে একই এলাকার নুর মোহাম্মদ ও ভিটা নিয়ে তাদের সাথে বসবাস করতেছে সেই খানে আজ সকালে এই ঘটনা ঘটে

নিহতের ভাই শাকের উল্লাহ বহদ্দার জানান, সকালে বাড়ি থেকে বের হয় মাঝি আবদুল গফুর। পথেই বাড়ির সীমানা বিরোধ নিয়ে কথা কাটাকাটি হয় প্রতিবেশী নুর আহমেদের সাথে। একপর্যায়ে আব্দুল গফুরকে লাঠি দিয়ে পেছন থেকে আঘাত করে নুর আহমেদ। এসময় গফুর মাটিতে লুটিয়ে পড়লে লাঠি দিয়ে উপর্যুপরি পিটিয়ে মুমূর্ষু অবস্থায় রাস্তায় ফেলে পালিয়ে যায় নূর মোহাম্মদসহ তার পরিবারের লোকজন।

পরে মাঝি গফুরকে গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, জড়িত হত্যাকারীদের ধরতে অভিয়ান চলছে। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে জানান কক্সবাজার মডেল থানার ওসি তদন্ত সেলিম উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *