কক্সবাজার জেলার রামু উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রামু সরকারি কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মোস্তফা স্বর্না।
গতকাল বৃহস্পতিবার ( ৮সেপ্টেম্বর-২০২২ইং) সকাল- ১১ঘটিকার সময় কলেজ পরিদর্শনে আসলে শিক্ষক পরিষদ এবং অধ্যক্ষ মুজিবুল আলম এর পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরন করে নেওয়া হয়। এই সময় তিনি শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন এবং প্রতিটি ক্লাস রুম পরিদর্শন করেন ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। সে সময় একাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষার্থী মোহাম্মদ সোহেল সিকদার রানা বলেন, কলেজে আইসিটি ল্যাবে শিক্ষা উপকরণ বৃদ্ধি করা এবং শিক্ষার্থীদের জন্য একটা কলেজ বাস চালু করাসহ বেতন কমানোর অনুরোধ করেন।
উক্ত মতবিনিময় কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষার্থীদেরকে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন। এবং শিক্ষার্থীদের অনুরোধ রাখবে বলে আশ্বাস দেন। পরিদর্শন শেষে তিনি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের একটি দেয়াল পত্রিকাও উন্মোচন করেন।
Leave a Reply