কক্সবাজারের রামুতে সাতসহাজার ৮শত পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গত শনিবার (১৭সেপ্টেম্বর-২০২২ইং) সন্ধ্যায় রামু উপজেলার চৌমুহনী স্টেশনস্থ একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে উক্ত ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডলপাড়ার আক্তার উল আলম প্রকাশ বাবুল মিস্ত্রির ছেলে জাহিদুল ইসলাম (২৮) ও নাইক্ষ্যংছড়ি উপজেলার বিছামারা এলাকার নুরুল আমিনের ছেলে মোঃ ইকবাল, অপরজন একই এলাকার নুর আহাম্মদের ছেলে মঞ্জুর আলম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো: কামরুজ্জামান জানান, ১৭সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ক্রেতা সেজে যোগাযোগ করে সন্ধ্যা সাতটার দিকে মাদকদ্রব্য অধিদপ্তরের সদস্যরা ইয়াবাসহ ৩জনকে আটক করে।
জানা গেছে, জব্দ তালিকা করে মাদক মামলায় রামু থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
উক্ত বিষয়ে রামু থানার অফিসার ইনচার্জের কাছে জানতে চাইলে তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক আটককৃত দের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে।
Leave a Reply