উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের দক্ষিণ বালুখালি একালার মোহাম্মদ ফয়সালের আয়ের উৎস কোথায়? এ নিয়ে সাধারণ মানুষের মাঝে প্রশ্নের শেষ নেই।
সুত্রমতে, ইয়াবা গডফাদার মোহাম্মদ ফয়সাল রোহিঙ্গাদের সমস্ত ইয়াবা ব্যবসার নিয়ন্ত্রক বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্হানীয় এক ব্যক্তি জানান, চাকরির বাহানা দিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে ঘুরে বেড়াচ্ছে আর চালিয়ে যাচ্ছে ইয়াবা ব্যবসা। কিন্তু দেখার কেউ নেই!
সরজমিনে গিয়ে কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, ইয়াবা গডফাদার মোহাম্মদ ফয়সাল টাকার দাপটে গড়ে তুলেছেন আলিশান বাড়ি গাড়ি! ইয়াবার গডফাদার ফয়সাল রোহিঙ্গাদের কে ব্যবহার করে দেশের বিভিন্ন স্হানে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে জানা যায়।
স্হানীয়দের অভিমত ফয়সালকে আইনের আওতায় আনা না হলে যুব সমাজ ধ্বংস হয়ে যাবে।
কে এই ফয়সাল তা জানতে চেষ্টা করে তার পরিচয় জানা যায়, সাতকানিয়া থানায় আটক হওয়া বালুখালী জমিদার পাড়ার হাজী ইলিয়াছের পুত্র মোঃ কামরুল ইসলাম ইকবাল ওরফে সুমন (৪০), একই এলাকার মাহমুদুল হকের পুত্র তানিমুল হক (২১) মোহাম্মদ ফয়সালের চাচা ও চাচাত ভাই।
উক্ত বিষয়ে ফয়সালের সাথে কথা বলার জন্য মুঠোফোনে একাধিক বার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান ফয়সাল কে আইনের আওতায় আনা না হলে যুব সমাজ ধ্বংস হয়ে যাবে! কারণ সে স্কুল ও কলেজ ছাত্র থেকে শুরু করে সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে ব্যবহার করে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে যাচ্ছে। এলাকাবাসীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
Leave a Reply