Advertisement

উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৯’র সন্ত্রাস ও ইয়াবার ডিলার আয়োব বললেই আতঙ্ক

উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প- ৯ এর সি -১০ ব্লকে বসাবস করে আসছে, সে ক্যাম্পের সন্ত্রাসী ও ইয়াবার লিডার আয়োব নামে সাধারণ মানুষের কাছে পরিচিত। নাম প্রকাশে অনিচ্ছুক একজন রোহিঙ্গা শরণার্থী জানান, এই আয়োব ক্যাম্প ৯ এর সন্ত্রাসীর প্রধান, তার জন্য রোহিঙ্গা শরণার্থীরা ভয়ে প্রকাশ্যে মুখ খুলতে চায় না। কারণ যদি কেউ মুখ খুলতে চায় তাহলে রাতে তাকে নিশ্চিত মেরে ফেলবে জেনে কেউ মুখ খুলতে চায় না। কারণ এই আরসা লিডার আয়োব শত রোহিঙ্গা শরণার্থীদের মেরে গুম করার অভিযোগ রয়েছে। গেল ২০২০ সালে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্ৰেফতার হলে ও দীর্ঘ এক বছর জেলে কাটার পর ফিরে এসে আবার ও খুন গুম এবং ইয়াবা ব্যবসায় সক্রিয় হয়ে উঠেছে, রোহিঙ্গা শরণার্থীদের একটাই দাবি আরসা লিডার আয়োবকে আইনের আওতায় আনার মধ্যে দিয়ে ফিরে আসবে ক্যাম্পের গুম খুন সহ নানা অপরাধের চাঞ্চল্যকর তথ্য, পাশাপাশি ক্যাম্প ৯ এ ফিরে আসবে শান্তিপূর্ণ পরিবেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *