Advertisement

ঘুমধুমে জলবায়ু সচেতনতামূলক কর্মসূচি পালন স্কুল শিক্ষার্থীদের

বান্দারবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে জাস্টিস ফর ক্লাইমেট চেইঞ্জ–এর জলবায়ু সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গত ১৩ নভেম্বর বিভিন্ন স্কুলের শিক্ষার্থী এবং তরুণদের সঙ্গে নিয়ে এ কর্মসূচি পালিত হয়।

স্কুল শিক্ষার্থীরা বলেন, ‘আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। আমরা জলবায়ু শরণার্থী হতে চাই না। জলবায়ু পরিবর্তন শুধু তরুণদের ইস্যু নয়। সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে।’ এ ছাড়া তারা বিষয়টির টেকসই সমাধান নিয়ে কাজ করার কথা বলেন।

জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের যেসব দেশ সবচেয়ে অরক্ষিত অবস্থায় রয়েছে— বাংলাদেশ তার মধ্যে অন্যতম। দেশটির লাখ লাখ নাগরিক নানা সময়ে ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, দাবদাহ ও খরার মতো মারাত্মক প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে গাঙ্গেয় ব-দ্বীপের অনেক অংশ ডুবে যাবার আশঙ্কায় রয়েছে।

বৈশ্বিক জলবায়ুর পরিবর্তন কিছু কিছু অঞ্চলের আবহাওয়ার সংকটময় অবস্থাকে আরও শোচনীয় করে তুলবে এবং উপকূলীয় অঞ্চলে বসবাসকারী মোটামুটি ঝুঁকিতে থাকা মানুষকে আরও বেশি হুমকির মুখে ফেলবে।

তাই ‘জাস্টিস ফর ক্লাইমেট চেইঞ্জ’ মানুষকে জলবায়ু পরিবর্তন মোকাবিলা বিষয়ে সচেতন করবার জন্য কাজ করে যাচ্ছে।

মূলত সুইডেনের স্কুলছাত্রী গ্রেটা থুনবার্গ–এর হাত ধরে, জলবায়ু পরিবর্তন মোকাবিলা বিষয়ক কার্যক্রম বিশদভাবে ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *