উখিয়া উপজেলার প্রধান বাণিজ্যিক স্টেশন কোটবাজার দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
গতকাল রোববার (২৯ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোটবাজারের চৌধুরী মার্কেটের ৪র্থ তলা কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির মিলনায়তনে ভোট গ্রহণ চলে।
সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধান নির্বাচন পরিচালনা কর্মকর্তা ও উখিয়া উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সলিম উল্লাহ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ফলাফলে খোরশেদ আলম (বাবুল) (চেয়ার প্রতিক) ১৭০ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল মাজেদ ১৩২ভোট পেয়েছে। সাধারণ সম্পাদক পদে আবদুর রহমান (প্রজাপতি প্রতিক) ২৫১ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ হোসেন (মাইক প্রতিক) ২৪৫ ভোট পেয়েছে।
সহ-সভাপতি পদে মোঃ হাশেম (মটর সাইকেল) ২৫১ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ আলম (গোলাপ ফুল) ২৪৯ ভোট পেয়েছেন।
কোষাধ্যক্ষ পদে মহিব উল্লাহ (উড়োজাহাজ) ১৮৬ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোক্তার আহমদ (তালা চাবি) ১৫৯ ভোট পেয়েছে।
এবং উক্ত নির্বাচনে সদস্য ২৩জন নির্বাচন করেন তার মধ্যে ৮জন সদস্য নির্বাচিত হয়। সদস্যরা হলেন, যথাক্রমে
আমিন উল্লাহ (ভুট্টো) (গরুর গাড়ি) নিয়ে ৩৫৯ভোট, শাহ ইসহাক ( টিউবওয়েল) নিয়ে ৩৩১ভোট, শরিফ মোহাম্মদ শাহজাদা (রিক্সা) নিয়ে ৩২২ভোট, মনজুর আলম (মই) নিয়ে ২৯৯ভোট, মোহাম্মদ জাকারিয়া (মোবাইল) নিয়ে ২৮২ভোট, মহি উদ্দিন সুমন (বাস গাড়ি) নিয়ে ২৮২ভোট, মাহমুদুল হক (তাল গাছ) ২৬৯ ভোট, মুসলিম উদ্দিন (মই) নিয়ে ২৬৫ভোট পেয়ে নির্বাচিত হয়।
উক্ত নির্বাচনে স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন স্থরের লোকজন নির্বাচন পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণকারীরা বলেন নির্বাচনটি স্বচ্ছ ও জবাবদিহিতা মূলক একটি নির্বাচন সম্পন্ন হয়েছে।
নির্বাচন পরিচালক সূত্রে জানা গেছে, সমিতির মোট ভোটার সংখ্যা ৫১৪। এরমধ্যে ৫০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
Leave a Reply