Advertisement

হারুনকে ২৮হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে র‍্যাব 

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকায় অভিযান পরিচালনা করে ২৮হাজার পিস ইয়াবাসহ র‌্যাব-১৫ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
কক্সবাজার র‌্যাব-১৫’র সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল গত ২০ নভেম্বর-২২ খ্রিঃ তারিখ রাত সাড়ে ৭টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউপিস্থ হোয়াইক্যং ব্রীজের দক্ষিণে কক্সবাজার-টেকনাফ পশ্চিম পার্শ্বস্থ মহাসড়কের রাস্তার নিকট এক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে আটক করে।
র‍্যাব-১৫ সুত্রে জানা যায়, উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও আশপাশ এলাকা তল্লাশী করে তার নিকট থেকে ২৮,০০০ (আটাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে
জানা যায়, ধৃত ব্যক্তির টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রইক্ষ্যং এলাকার আবুল কালামের পুত্র ওমর হারুন (২২)কে গ্রেপ্তার করে। এবং র‍্যাবের আভিযানিক দল উল্লেখিত স্থানে পৌঁছানোর পূর্বেই অজ্ঞাতনামা দুইজন মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায় মর্মে স্বীকার করে ধৃত ব্যাক্তি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তির উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং বর্ণিত ধৃত ও পলাতক আসামীদ্বয় পরস্পর যোগসাজসে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসমূহ অবৈধ ভাবে সংগ্রহ করে অন্যত্র বিক্রয়ের উদ্দেশ্যে তাদের নিজ হেফাজতে রেখেছিল। অদ্য উপরোল্লিখিত ইয়াবাসহ র‌্যাব-১৫ এর আভিযানিক দলের কাছে ধৃত হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ বর্ণিত ধৃত ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর জন্য টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫’র অতিঃ পুলিশ সুপার
সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *