Advertisement

অর্ধ লক্ষ টাকার লেনদেন! বন-বিভাগের জায়গায় দখল করে তৈরি হচ্ছে ইয়াবা কারবারির দালান

উখিয়ার ইনানী রেঞ্জের জালিয়া পালং বিটের সংরক্ষিত বন-বিভাগের জায়গা দখল করে পাহাড় কেটে স্থাপনা নির্মাণ করছে প্রভাবশালীসহ স্থানীয় ও বহিরাগতরা। দিনদিন বন-বিভাগের জায়গাতে তৈরি করা হচ্ছে বড় বড় দালান।

অনুসন্ধানে জানা যায়, তথাকথিত হেডম্যানদের মাধ্যমে সংশ্লিষ্ট বিট কর্মকর্তাদের ম্যানেজ করেই এসব স্থাপনা নির্মাণ করে বন-বিভাগের জায়গা দখল ও পাহাড় বিলিন করছে প্রতিনিয়ত।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যাক্তি জানায়, বন-বিভাগের কর্মকর্তাদের ম্যানেজ করেই এসব স্থাপনা নির্মাণ করা হয়। প্রথমে পাহাড় খেকোরা পাহাড় কেটে বিলিন করেছে পাহাড়। পরে এসব জায়গা দখল করে তৈরি করা হচ্ছে বিশাল বিশাল দালান বাড়ী। এক চিহ্নিত মাদক কারবারি সম্প্রতি একটি দালান ঘর করার জন্য বনবিভাগের বিট অফিসারকে ৫০ হাজার টাকা দিয়েছে বলে জানা গেছে।

উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের জুম্মা পাড়া এলাকায় মসজিদের পাশে বন-বিভাগের জায়গায় একটি দালান নির্মাণ করছে। উক্ত স্থানে সরেজমিনে গিয়ে দেখা যায়, হলদিয়া পালং ইউনিয়নের রুমখা মনির মার্কেট এলাকার ছব্বির আহমেদের পুত্র শামশুল আলম মনিয়া প্রকাশ বেন্ডর শামশুর বিশাল নির্মাণাধীন দালান।

সূত্র জানায়, শমশু একজন চিহ্নিত মাদক কারবারি ও মাদক মামলাসহ একাধিক মামলার আসামী। কয়েকমাস আগে তিনি জেল হাজত থেকে বের হয়ে বনবিভাগের দায়িত্বরত বিট অফিসারকে মোটা অংকে ম্যানেজ করে জায়গা দখল করে বাড়ি নির্মাণের কাজ শুরু করেছে। এ বিষয়ে অভিযুক্ত শমশুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, আমি কোন বনবিভাগের জায়গায় দালান করিনি।

এলাকাবাসী সংশ্লিষ্ট বিট কর্মকর্তাদের একাধিকবার অবগত করলেও তারা ব্যবস্থা নিবে বলে কোনো ব্যবস্থা নেয়নি। এ বিষয়ে বিট অফিসার ইসরাইল হোসেন বলেন, আমি কোন ধরনের টাকা নি নাই। যদি কেউ বলে সেটা ভুল তথ্য দিয়েছেন। বনবিভাগের জায়গা দখল করে নির্মিত বাড়ী আগামী ২-৩ দিনের মধ্যে ভেঙ্গে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *