উখিয়া উপজেলার থাইংখালী রহমতেরবিল গ্রামের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান, থাইংখালী সরকারি উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য, থাইংখালী দাখিল মাদ্রাসা, নূরানী মাদ্রাসা, হেফজখানা ও বায়তুশ শেফা জামে মসজিদের একক প্রতিষ্ঠাতা ও দাতা জনাব হাফেজ শাহ আলমের দুই সন্তান— সাইফুল ইসলাম সাইফ ও একমাত্র কন্যা সাইমা আলম শিফা এবারে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস (জিপিএ ফাইভ) পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সাইফুল ইসলাম সাইফ হাজেরা তুজু ডিগ্রি কলেজ ও সাইমা আলম শিফা চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে উক্ত রেজাল্ট অর্জন করে। এসএসসি পরীক্ষায়ও তারা এ প্লাস পেয়েছিল। উভয়েই ভবিষ্যতে ডাক্তার/ইঞ্জিনিয়ার হতে আগ্রহী। তাদের সাফল্যে গর্বিত পিতামাতা। শিক্ষকসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে পরিবারের সদস্যরা। হাফেজ শাহ আলমের মেজ ছেলে সোহান বর্তমানে সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে ৪র্থ বর্ষে অধ্যায়নরত এবং বড় ছেলে সোহাগ মোস্তাফিজুর রহমান কলেজে বিএ অর্নাসে ৪র্থ বর্ষে অধ্যায়নরত। তারা থাইংখালী রহমতেরবিলর ঐতিহ্যবাহী পরিবারের সন্তান ড. জামাল উদ্দিনের ভ্রাতৃপুত্র। তাদের মাতা উন্মে সালমা থাইংখালী সরকারি উচ্চবিদ্যালয়, থাইংখালী দাখিল মাদ্রাসার আজীবন দাতা সদস্য। পড়ালেখার উন্নতির জন্য মহান রবের নিকট রহমত ও সকলের কাছে দোয়া প্রত্যাশী এই শিক্ষানুরাগী পরিবার।
এইচএসসিতে এ প্লাস পেল থাইংখালীর দুই ভাইবোন

Leave a Reply