Advertisement

উখিয়ায় ৮ম শ্রেণীতে পড়ুয়া এক মেয়েকে অপহরণ! সুস্থ শরীরে উদ্ধারের দাবি-পরিবারের

উখিয়ার কুতুপালং পশ্চিম পাড়ার ধলিয়া ঘোনা গ্রামের (মালেশিয়া প্রবাসী)আলি হোসেনের স্কুল পড়ুয়া মেয়ে ছমিরা আক্তার (১৪) অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় স্কুল ছাত্রীর মা আমিনা আক্তার বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন একই এলাকার সরওয়ার উদ্দিন(২২) রফিক উদ্দিন (৪০)

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার টাইপালং হামেদিয়া মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রী অপ্রাপ্ত বয়স্ক ছমিরা আক্তারকে গত (১ জানুয়ারি) রাতে পরিবারের অজান্তে প্রেমে প্ররোচিত করে অপহরণ করে নিয়ে যায়।

খবর পেয়ে মেয়েকে উদ্ধারের জন্য ও-ই বাড়িতে গেলে মা আমিনা আক্তারকে মারধর করে তাড়িয়ে দেয়। এবং মেয়েকে জোরপূর্বক প্রতিদিন শারিরীক ও মানষিক নির্যাতন করে যাচ্ছেন।

ছাত্রীর মা আমিনা আক্তার বলেন, ন্যায় বিচার পেতে অনেক চেস্টা করেও তারা এলাকায় প্রভাবশালী হওয়ায় কোন ফলপ্রসূ হয়নি।

তবে শুনেছি আমার ১৪ বছরের শিশু কন্যার সাথে সরওয়ারের বিয়ে পড়িয়েছে। মুখ খুললে নেমে আসবে মহা বিপদ। আমার শিশু কন্যাকে বিয়ে করেও ক্লান্ত হননি তারা উল্টো হুমকি দিয়ে যাচ্ছেন।তবে মায়ের আকুতি তার একমাত্র বুকের ধন শিশু কণ্যাকে ফিরে পাওয়ার।মেয়েকে সুস্থ শরীরে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারের দাবি জানান প্রবাসে থাকা কিশোরীর বাবাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *