পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। দেশ ও বিদেশের বিভিন্ন স্থান থেকে সমুদ্রের দৃশ্য উপভোগ করতে পর্যটকরা চলে আসে কক্সবাজারে। তার মধ্যে পর্যটকরা সমুদ্রকে আরো কাছ থেকে উপভোগ করতে ঘুরে বেড়াই হিমছড়ি, ইনানী বীচ, পাটোয়ার টেক বীচের দিকে। তাই পর্যটকরা সমুদ্রকে নিজেদের মনে স্মৃতি হিসেবে ধারণ করার জন্য চাই মনের মত মান-সম্মত একটি কোলাহল মুক্ত স্থান। তার মধ্যে রয়েছে পুরো কক্সবাজারের জন্য তারাকা মানের হোটেল ইনানী রয়েল টিউলিপ, এই হোটেলের সামনে ও পিছনে যেমন রয়েছে মানুষের নজর পড়ার স্থান । তা নিজ চোখে উপভোগ করতে পারবেন রয়েল টিউলিপ এর দক্ষিণ পাশে বীচ বিস্ট্রু রেষ্টুরেন্টে বসে।
এই রেস্টুরেন্টে বসে যেমন সরাসরি উপভোগ করতে পারবেন সমুদ্র, ঠিক পিছনে নিজ চোখে উপভোগ করতে পারবেন সবুজে ঘেরা পাহাড়ও। ইনানীর রয়েল টিউলিপস্থ বীচ বিস্ট্রু রেস্টুরেন্ট এখানে পাচ্ছেন উন্নত মানের বিভিন্ন ধরনের রুচিসম্মত খাবার। এছাড়া পবিত্র রমজান মাসে ইফতারি ও ইফতারির বিভিন্ন প্যাকেজ। এবং বীচ বিস্ট্রু রেস্টুরেন্টে পবিত্র রমজান মাস উপলক্ষে মাসব্যাপী পাওয়া যাবে বাহারি রকমের ইফতারির প্যকেজ, সাথে থাকছে হরেক রকমের টাটকা খাবার। সরেজমিনে দেখা যায়, এই বীচ বিস্ট্রু রেস্টুরেন্টের ২য় তলায় বসে উপভোগ করা যায় এক পাশে সমুদ্র আরেক পাশে পাহাড়ের অপরুপ চিত্র । এই রেস্টুরেন্টে বসে সরাসরি সমুদ্রের ডেউ গুলোর দৃশ্য উপভোগ করা যায়। নেই কোন জামেলা কিংবা হৈচৈ, ভ্রমণ পিপাসুদের উদ্দেশ্যে রেস্টুরেন্টের ব্যবস্হাপনা পরিচালক : আবু আমির বলেন উন্নত মানের খাবার ও সুন্দর একটা পরিবেশ। কক্সবাজারে আগত পর্যটকদের সন্তুষ্টির মাধ্যমে কক্সবাজারের ঐতিহ্য ধরে রাখতে সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি আরো বলেন আমাদের লক্ষ্য ব্যবসা নয়, সেবা ও মান নিশ্চিত করাই আসল উদ্দেশ্য , এই রেস্টুরেন্টে বসে একদিকে সি ভিউ, অন্য দিকে হিল ভিউ, খুব সুন্দর পরিবেশ অন্য কোথাও এরকম পরিবেশ নেই। মালিক…
তিনি আরো বলেন, আপনাদের দোয়ায় আমাদের রেস্টুরেন্টে নিয়মিত দেশ বিদেশি পর্যটকদের খাবার পরিবেশন হচ্ছে, এইখানে বিভিন্ন এনজিও সংস্থা গুলো ট্রেনিং ও মিটিং করতে পারবে সাথে ইফতার পার্টিও করতে পারবে। জানা যায়, এই রেস্টুরেন্টে প্রায় ৩শ মানুষের ধারণ ক্ষমতা রয়েছে। তাই উখিয়া উপজেলা তথা কক্সবাজার দেশি-বিদেশি সকল পর্যটকদের বীচ বিস্ট্রু রেস্টুরেন্টে ইফতার পার্টিসহ যে কোন প্রোগ্রামের জন্য রয়েছে সকল সুযোগ সুবিধা।
ইনানী রয়েল টিউলিপ লাগোয়া বীচ বিস্ট্রু রেস্টুরেন্টে যে সকল খাবার গুলো পাওয়া যায় তাদের মধ্যে রয়েছে, গ্রিল, লবস্টার, বারবিকিউসহ বাংলার সকল খাবার গুলো ।
স্থানীয় ও দেশের বিভিন্ন স্থান হতে আসা পর্যটকদের জন্য সকল প্রকারের খাবারও ইফতারের অর্ডারের নেওয়ার কথা জানান।
যোগাযোগ: ০১৮৭১৩২৬১৮৬/ ০১৮১৪১১১৪৫১
Leave a Reply