ডেস্ক রিপোর্ট :
পবিত্র হজ্বকে নিয়ে কটুক্তি করে মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ উঠেছে পালংখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফজল কাদের চৌধুরী ভূট্রোর বিরুদ্ধে।
পালংখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফজল কাদের চৌধুরী ভূট্রো, তার ভেরিফাইড ফেইসবুক টাইমলাইনে “পবিত্র হজ্ব” নিয়ে বিব্রতকর পোষ্ট করে ইসলাম ধর্মের অনুভূতিতে আঘাত করেছেন বলে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ তৈরি হয়েছে।
এবিষয়ে অভিযুক্ত ফজল কাদের চৌধুরী ভুট্টো সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এটাতো ৬মাস বা এক বছর আগের কথা! তবে হ্যাঁ আমি আলেম ওলামাদের কাছে জেনেছি হুজুররা বলেছেন যে, হজ্জে গিয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করার সময় অনেক মানুষ আহত নিহত হয়ে মারা যায়। তাই পাথর গুলো এখানে আসলে মানুষ গুলো বেঁচে যাবে তাই এখানে নিয়ে আসার জন্য বলে পোস্ট করেছিলা। কারণ এখানে এর চেয়ে বড় শয়তান আছে।
এমন বিব্রতকর পোস্ট করার দায়ে ভূট্রো’কে আইনের আওতায় এনে দেশের প্রচলিত আইনে শাস্তির দাবি করেছেন সকল শ্রেণী পেশার মানুষ। নয়তো ভূট্রো’র বিরুদ্ধে কঠোর আন্দোলনের ঘোষণা করবেন বলে জানান, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন বিব্রতকর পোষ্ট করা বিষয়ে জানতে চাইলে, তিনি উক্ত পোষ্টের কথা শিকার করেন।
ইতিমধ্যে, ফজল চৌধুরী ভূট্রো’র বিরুদ্ধে মাদক সহ নানা অপকর্মের বিভিন্ন মামলা তথ্য পাওয়া গেছে।
(গণমাধ্যম কর্মীদের কাছে দেওয়া ফজল চৌধুরী কাদের ভূট্রো’র অডিও বক্তব্য সংরক্ষিত আছে)
Leave a Reply