বাংলাদেশ দলিল লেখক সমিতি উখিয়া উপজেলা শাখার কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন সোমবার উখিয়ার অভিজাত বাসমতি রেস্টুরেন্টের হলরুমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩ জন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের অধিনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে এই নির্বাচন পরিচালনা করা হয়৷ নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন দলিল লিখক জনাব আলা উদ্দিন, জনাব সৈয়দ কাশেম এবং জনাব আবদুচ ছালাম।
সর্বমোট ২০ জন সদস্য বিশিষ্ট এই সমিতির নির্বাচনে ১১জন বিশিষ্ট কার্যকরী কমিটিতে সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয় তরুণ দলিল লিখক শাহ জাহান, সাধারণ সম্পাদক নির্বাচিত হয় মফিজ উদ্দিন, এছাড়াও সহ-সভাপতি নির্বাচিত হয় মোঃ সাইফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ, অর্থ সম্পাদক মোঃ জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবুল আলা, দপ্তর, প্রচার, ক্রীড়া, ধর্ম ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ রওশন আলী, হিসাব পরীক্ষক- মোঃ আবু ছিদ্দিক, সদস্য (১) রফিক উদ্দিন মাস্টার, সদস্য (২) শামশুল আলম, সদস্য (৩) আবুল আলম। নবনির্বাচিত সভাপতি ও সম্পাদক জানান, বাংলাদেশ দলিল লেখক সমিতি উখিয়া উপজেলা শাখার কার্যকরী কমিটির নির্বাচন আল্লাহর রহমতে সুষ্ঠ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। আমরা সদস্যদের আন্তরিকতায় নির্বাচিত হয়েছি। দলিল লেখকদের অধিকার আদায়ের জন্য, তাদের সুখে-দুঃখে আমরা নির্বাচিত কার্যকরী কমিটি সব সময় পাশে থাকবো ইনশাল্লাহ।
Leave a Reply