Advertisement

পাচারকালে বনবিভাগের হাতে জব্দ হলো আকাশমনি কাঠ! 📺 Palong TV

উখিয়া রেঞ্জের আওতাধীন ভালুকিয়া বিটের করইবনিয়া এলাকা হতে অবৈধভাবে কাঠ পাচার করার উদ্দেশ্যে পরিবহন কালে কাঠসহ গাড়ি জব্দ করে বনবিভাগ।

যেখানে আকাশমনি কাঠ এর আনুমানিক পরিমাণ ছিলো ৭০.০ ঘনফুট। ২০ ফেব্রুয়ারী দিবাগত রাত ১১.৩০ মিনিটের সময় উখিয়ার রেঞ্জার গাজী শফিউল আলমের নির্দেশে এই অভিযা’ন পরিচালনা করে বনবিভাগের কর্মকর্তা কর্মচারীরা। এমন অভিযান চলমান থাকবে বলে জানায় বনবিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *