Advertisement

১৫০ দিনে কুরআনে হাফেজ হলেন শিশু হারুন

মহান রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি।
উত্তর সাবেক গুলদী তা’লীমুল কোরআন হেফজখানা ও এতিমখানার ছাত্র মুহাম্মদ হারুন , পিতা আবুল কাশেম, কাদিমাকাটা ,বারবাকিয়া , পেকুয়া, কক্সবাজার।
সে ১১ বছর বয়সে ৩০ পারা কালামে মাজীদ মাত্র ১৫০ দিনে ( ৫ মাসে ) হিফজ শেষ করেছে, আলহামদুলিল্লাহ।
অত্র প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি ও মাদ্রাসা পরিচালক এবং শিক্ষকবৃন্দ তাকে মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন। আল্লাহ পাক যেন তাকে কবুল করেন। এবং আলেমে বা আমাল হওয়ার তাওফিক দান করেন আমিন।
মাদ্রাসার ঠিকানা:- উত্তর সাবেক গুলদী, পেকুয়া, কক্সবাজার।

দোয়া কামনায়
মাওলানা কারী হাফেজ হেফাজত উল্লাহ
প্রতিষ্ঠাতা পরিচালক
তালিমুল কুরআন হেফজখানা ও এতিমখানা
উত্তর সাবেক গোলদি পেকুয়া কক্সবাজার
যোগাযোগ:- 01828418881

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *