Advertisement

ইয়ুথ অর্গানাইজেশন অব উখিয়া এর সমন্বয় সভা সম্পন্ন 📺 Palong TV

“ইয়ুথ অর্গানাইজেশন অব উখিয়া” কর্তৃক আয়োজিত সমন্বয় সভা সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ ১২ মার্চ জুমাবার সকাল ৯ ঘটিকা থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত বিভিন্ন ইভেন্টের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা হয়। ইয়ুথ অর্গানাইজেশন অব উখিয়া’র সদস্য রাশেদুল ইসলামের সঞ্চালনায় অর্থ সম্পাদক হাফেজ আলী হোসাইনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করা হয় অনুষ্ঠানের প্রথম পর্ব। অনুষ্টানের দ্বিতীয় পর্বে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কফিল উদ্দিন এর স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রোগ্রামের উদ্বোধন করা হয় এবং ফুলেল শুভেচ্ছা জানিয়ে অতিথিদের বরণ করে নেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাধারণ সম্পাদক। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনএইচসিআর এর সম্মানিত সিনিয়র লিয়াঁজো এসোসিয়েট ও সিএইচআরডিএফ এর প্রধান উপদেষ্টা ইখতিয়ার উদ্দিন বায়জীদ। মোটিভেশনাল স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন মহি উদ্দিন মহি চেয়ারম্যান, সিএইচআরডিএফ, প্রোগ্রাম এসোসিয়েট ইউএনডব্লিউএফপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএমের জেলা সাধারণ সম্পাদক এডভোকেট সাইফুদ্দিন খালেদ। সাদ্দাম হোসাইন, প্রুটেকশান এসিস্ট্যান্ট- ইউএনএইচসিআর। কাজী মিজানুর রহমান- সিনিয়র ফিল্ড এসিস্ট্যান্ট-আইওএম।
সাইফুল ইসলাম উপদেষ্টা ইয়ুথ অর্গানাইজেশন অব উখিয়া। মাহমুদুল হক, ডিরেক্টর উখিয়া ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। এছাড়াও উপস্থিত ছিলেন উখিয়া উপজেলার ২৫ টি স্বেচ্ছাসেবী সংগঠনের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক, যারা নিজেদের সংগঠনকে প্রতিনিধিত্ব করে সংগঠনের সম্পন্নকৃত কার্যক্রম, বর্তমান কার্যক্রম ও ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
পরে নারী ও শিশু নির্যাতন, মাদক, যৌন হয়রানি প্রতিরোধের উপর একটি শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শপথ বাক্য পাঠ করান আগত অতিথি মহি উদ্দিন মহি। কর্মসূচীতে অংশগ্রহণকারী সকলেই নিজেদের কাজ দিয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরো বেশি অনুপ্রাণিত হয়। পরিশেষে দেলোয়ার হোসাইন এর সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মসূচি সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *