Advertisement

মুক্তিপণ ছাড়া টমটম চালক কে উদ্ধার করছে র‍্যাব-১৫ 📺 Palong TV

কক্সবাজার শহর থেকে অপহরণ হওয়া টমটম চালক আবু সাঈদ কে ৪ দিন পর উদ্ধার করছে র‍্যাব-১৫। কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পূর্ব ফারির বিল এলাকায় অভিযান পরিচালনা করে ০১ জন অপহৃত আবু সাঈদ কে উদ্ধারসহ ০২ জন অপহরণকারীকে আটক করেছে র‍্যাব-১৫। গত ১১ই মার্চ বৃহস্পতিবার বিকাল পাঁচটার সময় মোবাইল ট্রেকিং এর মাধ্যমে উখিয়া
৫ নং পালংখালী ইউনিয়ন ৯নং ওয়ার্ড ফারির বিল এলাকার নরুর বসত বাড়িতে অভিযান চালিয়ে অপহরণকৃত টমটম চালক আবু সাঈদ কে উদ্ধার করে। এসময় অপহরণকারীর দুই সদস্য কে আটক করেছে র‍্যাব-১৫। আটককৃতরা হলেন শহিদুল ইসলাম (১৯) ছলেমা খাতুন (৪৪)। নরুসহ বাকী ৫/৬ জন র‍্যাব এর উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। পলাতক আসমী নরুসহ আরো ৫/৬ জনকে আসামী করে অপহৃত আবু সাঈদ নিজেবাদী হয়ে নিয়মিত একটি মামলা রুজু করেন।

উল্লেখ্য, গত ( ৭ই মার্চ রবিবার) রাত আনুমানিক সাড়ে নয়টার সময় কক্সবাজার শহর থেকে তাকে অপহরণ করে নিয়ে যায়। ১১ই মার্চ বৃহস্পতিবার দৈনিক রূপালী সৈকত ও কক্সবাজার নিউজসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্ল্টালে নিউজ পাবলিস হলে র‍্যাব-১৫ এর নজরে আসে। সাথে সাথে অভিযান শুরু করে উখিয়া থেকে তাকে উদ্ধার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *