Advertisement

চট্টগ্রামের আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় চালকের মৃত্যু 📺 Palong TV

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মোঃ আসিফ (১৮) নামের এক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মারজানা (২৫) নামের অপর এক মহিলা আরোহী আহত হয়েছেন।

শুক্রবার(১৯ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার ২নং বারশত ইউনিয়নের পারকি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আসিফ চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তীব্র গতি বেগে দুইজন তরুন-তরুণী মোটরসাইকেল করে পারকি সমুদ্র সৈকতের দিকে যাচ্ছিল। এসময় পিছনে আরো বেশ কিছু মোটরসাইকেল ছিল। হঠাৎ মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ধুমড়ে মুছড়ে যায়। এসময় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হন চালক আসিফ।

পরে পিছনে থাকা বাইক আরোহীরা তাদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটর বাইক চালককে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ডাঃ মিলি বলেন, আজ সকাল ১১টার দিকে মোটর সাইকেল দুর্ঘটনায় আহত দুই তরুণ-তরুণীকে আনা হয়। আমরা আসিফ নামের তরুণকে মৃত ঘোষণা করি এবং অপর তরুণীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *