“বন পুনরুদ্ধার; উত্তরণ ও কল্যাণের পথ” আজ রবিবার প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক বন দিবস পালিত হবে।
আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন’র উপস্থিতিতে বন অধিদপ্তরে আলোচনা সভা হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের নেওয়া পদক্ষেপে দেশের বৃক্ষ আচ্ছাদিত ভূমির পরিমাণ এখন সর্বমোট আয়তনের ২২.৩৭ শতাংশ। ২০২৫ সালের মধ্যে তা ২৪ শতাংশের বেশিতে উন্নিত করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ সরকার।
মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা দীপংকর বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইতিমধ্যে দেশের সংরক্ষিত বনভূমির মোট ১,৩৮,৬১৩ একর বন জবরদখল হয়ে গেছে। অবৈধ জবরদখল উচ্ছেদের মাধ্যমে বনভূমি পুনরুদ্ধার ও তা সংরক্ষণে কাজ করছে বাংলাদেশ সরকার।
তিনি জানান, সুন্দরবনের বৃক্ষ সম্পদের পরিমাণ বেড়েছে। ২০১৯ সালের জাতীয় বন জরিপের এক তথ্যমতে সুন্দরবনে মোট কার্বন মজুদের পরিমাণ ১৩৯মিলিয়ন টন; যেখানে ২০০৯ সালে পরিচালিত জরিপ অনুসারে এর পরিমাণ ছিল ১০৭ মিলিয়ন টন।
“বন সেক্টরে কার্বন নির্গমন হ্রাস করার জন্য আমরা আন্তর্জাতিক উদ্যোগে সামিল হয়েছি। প্রতিবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বিবেচনায় আমাদের টিকে থাকার জন্য প্রাকৃতিক বন পুনরুদ্ধার ও সংরক্ষণে তৃণমূল পর্যায়ে আরো সচেতনতা বাড়াতে সরকার কাজ করে যাচ্ছেন ।
আজ আন্তর্জাতিক বন দিবস 📺 Palong TV

Leave a Reply