সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে অভিযান পরিচালনা করেছে উখিয়া উপজেলা প্রশাসন।
আজ ২১ই মার্চ রবিবার উপজেলা সহকারী কমিশনার(ভুমি) উখিয়া আমিমুল এহসান খাঁনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় উখিয়া ও কোর্টবাজার স্টেশনে মাস্কবিহীন পথচারী, বিভিন্ন দোকানের শ্রমিক,যানবাহন চালক ও যাত্রীদের করোনা ভাইরাসে সংক্রমণ রোধে জনসমাগম এড়িয়ে চলার নির্দেশনা প্রদান করা হয়। মাস্কবিহীন ৫৩জন পথচারী ও সাধারণ মানুষকে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৯ হাজার ১শ টাকা করে জরিমানা করা হয়।
হগ
অভিযানে উখিয়া থানা পুলিশ, উখিয়া ও কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সহকারি কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান বলেন, স্বাস্থ্যবিধি না মানায় উখিয়া ও কোটবাজারে অভিযান পরিচালনা করা হয়। এতে ৫৩ জন পথচারি ও ব্যবসায়ীকে ১৯ হাজার ১শ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জনগণ সচেতনতা ও মাস্ক ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয়।
Leave a Reply