Advertisement

করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে উখিয়া উপজেলা প্রশাসনের জনসচেতনতামুলক অভিযান 📺 Palong TV

সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে অভিযান পরিচালনা করেছে উখিয়া উপজেলা প্রশাসন।

আজ ২১ই মার্চ রবিবার উপজেলা সহকারী কমিশনার(ভুমি) উখিয়া আমিমুল এহসান খাঁনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় উখিয়া ও কোর্টবাজার স্টেশনে মাস্কবিহীন পথচারী, বিভিন্ন দোকানের শ্রমিক,যানবাহন চালক ও যাত্রীদের করোনা ভাইরাসে সংক্রমণ রোধে জনসমাগম এড়িয়ে চলার নির্দেশনা প্রদান করা হয়। মাস্কবিহীন ৫৩জন পথচারী ও সাধারণ মানুষকে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৯ হাজার ১শ টাকা করে জরিমানা করা হয়।
হগ
অভিযানে উখিয়া থানা পুলিশ, উখিয়া ও কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সহকারি কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান বলেন, স্বাস্থ্যবিধি না মানায় উখিয়া ও কোটবাজারে অভিযান পরিচালনা করা হয়। এতে ৫৩ জন পথচারি ও ব্যবসায়ীকে ১৯ হাজার ১শ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জনগণ সচেতনতা ও মাস্ক ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *