Advertisement

ব্রিফিং শেষে মোবাইলে কথা বলতে বলতে থানায় এস আই’র মৃত্যু 📺 Palong T

ব্রিফিং শেষে দুলাল হোসেন মোবাইল ফোনে কথা বলতে বলতে পাবনার আটঘড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল হোসেন (৪৫) মারা গেছেন। শনিবার রাত ১১টার দিকে থানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আটঘরিয়া থানার ডিউটি অফিসার মোহাইমিনুল হক জানান, দেশের চলমান পরিস্থিতিতে রোববারের করণীয় সম্পর্কে ব্রিফিং শেষে দুলাল হোসেন মোবাইল ফোনে কথা বলতে বলতে থানা সীমানার দিকে যায়। সেখানে আগে থেকেই স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোকসজ্জা করা ছিল।

তিনি জানান, থানা চত্বরে স্যালুটিং ডায়াচে পতাকা টাঙ্গানোর স্টিলের পাইপের সঙ্গে জরানো ছিল বিদ্যুতের তার। তারের কোনো লিকেজ থেকে সেই পাইপ বিদ্যুতায়িত ছিল। মোবাইলে কথা বলা অবস্থায় দুলাল সেখানে হাত দিলে প্রচণ্ড বৈদ্যুতিক শক পেয়ে মাটিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

১৯৯৩ সালে পুলিশে যোগ দেয়া দুলাল হোসেন রাজশাহীর বাগমারা উপজেলার হাসানপুর গ্রামের আবেদ আলীর ছেলে।

সুত্র- যুগান্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *