কক্সবাজারের উখিয়া থানা পুলিশ অভিযান পরিচালনা করে কোর্টবাজার মসজিদ রোড এলাকায় থেকে জাল টাকাসহ এক যুবক কে গ্রেফতার করা হয়।
ধৃত আসামীকে শুক্রবার (০৯ এপ্রিল) বিকাল ২টায় জাল টাকাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন, উখিয়ার পশ্চিম রত্না গ্রামের মৃত কবির আহমদের ছেলে রফিকুল ইসলাম (২৬ )৷
উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সঞ্জুর মোরশেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোর্টবাজার মসজিদ রোড এলাকা থেকে অভিযান চালিয়ে ২৫হাজার টাকার জাল নোটসহ রফিকুল ইসলাম কে আটক করে উখিয়া থানা পুলিশের একটি টিম। পরে উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে গণনা করে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে নিশ্চিত করেন।
Leave a Reply